শিলিগুড়ি পৌরসভার উদ্যোগে পালন করা হলো কবিগুরুর ১৬৪ তম জন্মদিন দিবস
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী পালন করা হলো। এদিন রবীন্দ্র মঞ্চে প্রথমে মেয়র গৌতম দেব, এবং পরে একে একে শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলার কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। মেয়র গৌতম দেব এদিন জানান, আজকে বিশ্ব কবির জন্মদিন। তাই বিভিন্ন উৎ সব আনন্দ সব মিলিয়ে কবিগুরু আজকে উজ্জ্বল হয়ে থাকুক আমাদের সকলের মনে আপাতত এই প্রার্থনা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই তার জন্য থাকলো আলাদা শ্রদ্ধা। তিনি আমাদের দেশকে দিয়ে গেছেন অমূল্য অমূল্য রচনা, কাব্যগ্রন্থ এবং ছোট গল্প। এটা আমাদের কাছে রত্নের সমান। মেয়র গৌতম দেব এই দিন আরো জানালেন সারাদিন বিভিন্ন অনুষ্ঠান আছে। সবাইকে আহবান করছি সবাই চলে আসবেন।
