শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিধি ভঙ্গের নোটিশ জানালেন বিরোধী নেতা
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিধি ভঙ্গের নোটিশ দিলেন বিরোধী দলনেতা অজয় ওরাও। তিনি জানালেন নির্দিষ্ট সময়ের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলা হচ্ছে। বিরোধী হিসেবে তাদের ন্যূনতম সম্মান এবং মর্যাদা দেওয়া হচ্ছে না। তিনি আরো জানালেন তাদের মতামত ঠিকমত নেওয়া হয় না । উল্টে শাসক দল কর্তৃত্ব দেখিয়ে নিজেদের কাজ করে নিচ্ছে। তিনি আরো জানান শিলিগুড়ি মহাকুমা পরিষদ একটি গুরুত্বপূর্ণ কার্যালয়, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসক এবং বিরোধী সবাই মিলে শেষ করতে হয়। কিন্তু এখানে তা হচ্ছে না, বিরোধীদের ন্যূনতম সম্মান এবং মর্যাদা না দিয়ে নিজেদের ইচ্ছামতো সব কাজ করে যাওয়া হচ্ছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর চাঞ্চল ছড়িয়ে যায়। এই ব্যাপারে শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতির সাথে যোগাযোগ করতে চাওয়া হলে তাকে পাওয়া যায়নি।
