শিলিগুড়ি মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছে ঘুরঘুর করছিল এক আফগানি, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ মাটিগাড়া থানার পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আসিয়া খান নামে এক ব্যক্তি মাটিগাড়া থানায় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাই দেখে চরম সন্দেহ হয় পুলিশের , সেনাবাহিনীর ক্যাম্পের ভিতর সে কি উদ্দেশ্যে এবং কি কারনে , দিনের পর দিন ঘোরাফেরা করছিল এদিন জেরার মুখে তাকে সে কথাই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায় এই মিলিটারি ক্যাম্পের বহু আর্মি তার কাছ থেকে সুদে টাকা ধার করতো। সেই টাকা আদায় করতে বাড়ে বারে এখানে এসেছিলো বলে সে জানায় ।যদিও তার কথা একেবারে বিশ্বাস করে নি পুলিশ। বারে বারে সে কেন এই জায়গায় আসছে, কি উদ্দেশ্য তার সেটা নিয়েও দ্বন্দ্বে পুলিশ।

এমনকি এখানে এসে এখানে সেখানে বাইরে দাঁড়িয়ে থাকতো, মোবাইলে কথা বলতে দেখা গিয়েছে তাকে, এমনটাই জানিয়েছেন অফিসারেরা। জঙ্গি হামলার পরে গোটা দেশ যখন স্বতন্ত্র আতঙ্কিত সেই সময় শিলিগুড়িতে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা প্রবল গুরুত্ব সহকারে দেখছেন পুলিশ অফিসাররাও । ওই আফগান যুবক আফগানি হলে গত পাঁচ বছর ধরে সে ভারতেই থাকছিল। সেও বলতে পারছে না ঠিক কাকে কাকে সে টাকা ধার দিয়েছে। আপাতত জামিনে তাকে ছেড়ে দেওয়া হলেও তাকে সন্দেহের তালিকা থেকে একেবারেও বাদ দেয়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *