জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এ বার ফার্মাসিস্টকে পেটানোর অভিযোগ উঠলো এনআরএসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যে এনআরএস হাসপাতালে এত দিন রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হতেন জুনিয়র ডাক্তাররা , সেই হাসপাতালেই এ বার কর্তব্যরত ফার্মাসিস্টকে মারধরের অভিযোগ উঠল এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী , ক্রিটিক্যাল কেয়ারে বর্তমানে ভর্তি রয়েছেন ওই ফার্মাসিস্ট।

অভিযোগ উঠেছে , মঙ্গলবার দুপুরে এক জুনিয়ার ডাক্তার হাজির হন ওপিডি ফার্মাসিতে। কর্তব্যরত ফার্মাসিস্ট জয়দেব কুণ্ডুর কাছে ডায়াবেটিসের মেডিসিন লিসপ্রমিক্স চান ওই জুনিয়র ডাক্তার । সে সময়ে ওই ফার্মাসিস্ট প্রেশক্রিপশন দেখতে চান। অভিযোগ সমস্যা শুরু হয় যায় এরপরেই। আরও অভিযোগ ওই জুনিয়র ডাক্তার নাকি ওই ফার্মাসিস্টকে প্রেশক্রিপশন ছাড়াই ওষুধ দিতে বলেন। ওষুধ দিতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরেই ওই জুনিয়র ডাক্তার বছর ৪২-এর ফার্মাসিস্ট জয়দেব কুণ্ডুর উপর চড়াও হন । অভিযোগ, জয়দেববাবুকে টেনে হিঁচড়ে মারধর করেন ওই জুনিয়র ডাক্তার। এরপরেই উদ্ধার করে আক্রান্তকে প্রথমে আইসিইউ এবং সিসিইউতে ভর্তি করা হয়। সূত্রের খবর, ওই ফার্মাসিস্ট ঘাড়ে চোট পেয়েছেন। আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও আতঙ্কে রয়েছেন জয়দেববাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *