শিলিগুড়ি মানুষের কাছে দুর্গাপূজায় এবারে অন্য রকমের হবে, জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : প্রতিবছর শরৎকাল আসলে আমাদের মনে আলাদা একটা আনন্দ জাগে, এবারও তার ব্যতিক্রম হবে না, শিলিগুড়িতে এবার দুর্গা পূজার আগে থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে। দুর্গাপূজো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানালেন প্রতিবছর যেভাবে পুজো হয়এইবারও তার ব্যতিক্রম হবে না। শিলিগুড়ি পুরসভার দায়িত্ব দুর্গাপূজো এবং অন্যান্য পূজা গুলিকে সুষ্ঠুভাবে পালন করবার এবং সেটা তারা করে যাবে। দুর্গাপূজো যাতে নিরাপদ এবং আকর্ষণীয় হয় এবং জনসাধারণের কাছে আনন্দদায়ক হয় সেটা আমরা দেখব। এই দিনের দুর্গাপূজো নিয়ে বৈঠকে এমনটাই জানালেন মেয়র গৌতমদেব।
এ দিনের দুর্গাপুজোর মিটিংয়ে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এম এমআইসি এবং শিলিগুড়ি পুরসভার গুরুত্বপূর্ণ সদস্যরা।এদিন মেয়র এও জানান পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে আমরা বিভিন্ন ভাবে পদক্ষেপ নেব। প্রতিবছর পূজোর সময় যানজট নিয়ে নানা সমস্যা হয় আর এবারে সেই জিনিসের অসুবিধা হবে না। মানুষের কাছে পুজোর একটা অন্য ব্যাপার আছে বিশেষ করে আমাদের মত বাঙ্গালীদের কাছে। তাই আমাদের এইবার অন্যভাবে পুজোকে নিয়ে এগোতে হবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।