শিলিগুড়ি হাসপাতালের সামনে চরমে শব্দ দূষণ, সম্পূর্ণ নির্বিকার প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সামনেই শিলিগুড়ি হাসপাতাল অথচ শব্দ দূষণ কমানোর কোনো নামগন্ধ নেই। শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনের রাস্তা মূলত অন্যতম ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে শব্দ করা তো দূরের কথা জোরে হর্ন বাজানোও কঠোর ভাবে নিষিদ্ধ। অথচ প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে সারাদিন ধরেই চলাচল করছে নানান ধরনের যানবাহন। একেবারে বলবার কেউ নেই, এদিকে জেলা হাসপাতালে সারাদিনই বহু রোগী ভর্তি থাকেন অথবা ভর্তি হতে আসেন। তাদের ক্ষেত্রেও প্রচন্ড সমস্যা হয়।

এমনকি অনেক রোগীর অভিভাবকরা এও জানান নানাভাবে বলা হলেও কোন লাভ হয়নি, এমনকি মেয়র নিজে এই নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেও কোন সমাধানই হয়নি সমস্যার। হাসপাতালে রোগীর আত্মীয়রাও আরো জানান প্রচন্ড জোরে আওয়াজ অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে। কিন্তু কোন সমাধান হচ্ছে না, আমরা নিজেরাও চিন্তিত এই বিষয়ে। তবে শিলিগুড়ির সচেতন নাগরিক সমাজ এই ব্যাপারে পদক্ষেপ নেবে বলে খবর পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *