শিলিগুড়িতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে রাজ্য সরকারের মাছের দোকান
শিলিগুড়ি: শুরু হয়েছিল আজ থেকে ছয় বছর আগে, কিন্তুু ঠিকভাবে চালানো হয় নি, লোকজনও জানতে পারতেন না এখানে রাজ্য সরকারের তরফ থেকে মাছ বিক্রি করা হয়, পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকেই, কিন্তুু সেভাবে প্রচার পায় নি এই উদ্যেগ। বিক্রেতারা জানিয়েছেন শুরুতেই যেভাবে প্রচার করা হয়েছিল উদ্যেগ নিয়ে বর্তমানে আর সেভাবে প্রচার হচ্ছে না, ফলে মানুষও আসছেন না, যারা একবার এসে মাছ কিনে নিয়ে গেছেন তারাই আবার আসছেন মাছ কিনতে, তবে ইদানিং মানুষ আসছেন মাছ কিনতে, জানালেন এক বিক্রেতা।
তিনি আরো জানান ভালো লাগছে বলেই মাছ কিনতে আসছেন মানুষ, না হলে কেন আসবেন তারা? আমাদের এখানে উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে মাছ আসে, যেগুলো খেতে মিষ্টি, বড় এবং ছোট বিভিন্ন আকারের মাছ এখানে আমরা বিক্রি করছি, মানুষ আসছেন এবং মাছ কিনে নিয়ে যাচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ভবিষ্যতে শিলিগুড়িতে একটি মাছের হাব খোলবার পরিকল্পনা আছে আমাদের জানালেন ওই দোকানের দায়িত্বে থাকা আর একজন মাছ বিক্রেতা। তিনি জানান আমরা জানি শিলিগুড়িতে চললে উত্তরবঙ্গের সব জায়গাতেই আমাদের জনপ্রিয়তা বাড়বে। তাই উত্তরবঙ্গে আমরা শিলিগুড়িকে কেন্দ্র করেই এগোতে চাইছি। দেখা যাক মানুষ আমাদের মাছ ঠিক কতখানি পছন্দ করে।