শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ফুলের চাষ, বিশেষ উৎসাহী ব্যাবসায়ীরা
শিলিগুড়ি : শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে বেড়েছে ফুলের চাষ। গত তিন বছর ধরে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে বেড়েছে ফুলের জনপ্রিয়তা। শিলিগুড়ির প্রায় দশটি জায়গা জুড়ে প্রচুর এলাকা নিয়ে চলছে ফুলের চাষ। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গতে এখন অনেকটাই বেড়েছে ফুলের চাষ। বিভিন্ন পূজোতে ফুল লাগে এটা তো জানারই কথা, এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে লাগছে ফুল। তাই আগ্রহ বেড়েছে ফুলের ব্যাবসায়ীদের।শিলিগুড়ির রেললাইনের ধারে যে ফুলের বাজারটি আছে সেটা এককথায় উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় ফুলের বাজার। শিলিগুড়ির বিভিন্ন এলাকাজুড়ে তো বটেই শিলিগুড়ির বাইরে থেকেও মানুষ এসে ফুল নিয়ে যান।
বড় ব্যাবসায়ীদের পাশাপাশি ছোট ছোট ফুলের ব্যাবসায়ীরাও ভাল ব্যাবসা করছেন ফুলের। শিলিগুড়িতে এখন সব ধরনের ফুলের চাষ হয়, এবং সেই ফুল চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে। ব্যাবসায়ীরা জানিয়েছেন আগে শুধুমাত্র পূজোয় ফুল লাগত, এখন সমস্ত অনুষ্ঠানে এমনকি উপহারেও দেওয়া হয় ফুল। এই ব্যাবসা আমাদের নতুনভাবে আলো দেখাচ্ছে বলে জানিয়েছেন ফুলের ব্যাবসায়ীরা। তারা জানিয়েছেন অন্য ব্যাবসা যখন পড়তির দিকে তখন ফুলের ব্যাবসা আমাদের নতুনভাবে আলো দেখাচ্ছে।