NIA তদন্ত রাম নবমীর হিংসার ঘটনায় , হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাম নবমীর হিংসা সংক্রান্ত মামলাগুলির তদন্ত, জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ (NIA)-র কাছে হস্তান্তর করার আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের দায়ের করা আবেদনের শুনানি শুরু হল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চে। শুক্রবার (১৯ মে), এই মামলার পরবর্তী শুনানি হবে।

এদিনের শুনানিতে রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি জানান, দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বকে প্রভাবিত না করলে সাধারণ হিংসার মামলাগুলির জন্য এনআইএ আইন প্রয়োগ করা যায় না। বেঞ্চ অবশ্য জানায়, ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের আওতায় হওয়া অপরাধগুলিও, এনআইএ আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাছাড়া, কলকাতা হাইকোর্ট জানিয়েছে, হিংসার বিষয়ে নথিভুক্ত এফআইআরগুলিতে পুলিশ ইচ্ছাকৃতভাবে এই আইনটি প্রয়োগ করেনি।

অভিষেক মনু সিংভি জবাবে বলেন, এই ক্ষেত্রে কোথাও কোনও বিস্ফোরক ব্যবহার করা হয়নি। তাই, বিস্ফোরক পদার্থ আইনে মামলা করার প্রয়োজন হয়নি। তিনি আরও জানান, হাইকোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই আদেশ দিয়েছে। শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। এদিন আদালতে শুভেন্দু অধিকারীর পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পিএস পাটওয়ালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *