শিলিগুড়িতে ঠান্ডা ক্রমশ বাড়ছে দিনের পর দিন, দেরীতে আসলেও ঠান্ডা অবশেষে জাকিয়ে বসেছে শিলিগুড়িতে
শিলিগুড়ি : শিলিগুড়িতে ঠান্ডা বাড়ছে প্রতিদিন। আগামীকাল পৌষ সংক্রান্তি তাই আরো ঠান্ডা পড়ে যাবার সম্ভাবনা আছে বলে মনে করছেন আবহওয়াবিদরা। গত ডিসেম্বর মাস পর্যন্ত ঠান্ডা না পড়ায় একেবারেই ভীড় ছিল না গরম জামাকাপড়ের দোকানগুলিতে।সেই কারনেই চিন্তায় ছিলেন তারা। একেবারেই ঠান্ডা না পড়ায় মার খাচ্ছিল খাবার এবং রেষ্টুরেন্ট এর দোকানগুলিতেও। তবে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে ঠান্ডা জাকিয়ে বসে শিলিগুড়িতে। এই বছরে শিলিগুড়িতে সর্বনিম্ম তাপমাত্রা এগারো ডিগ্রী তে নেমে যায়। এবারের শীতে সবচাইতে কম তাপমাত্রা ছিল এটাই। একেবারে কম না হলেও বেশ জাকিয়ে হাওয়া সহ ঠান্ডা পড়ছে শিলিগুড়িতে। ভীড় অনেকটাই বেড়েছে রেষ্টুরেন্টেও। শীতের দুপুরে এবং বিকেলে উপচে পড়ছে ভীড় বিভিন্ন জায়গায়। তাই শীতের আগমন দেরীতে হলেও বেশ উপভোগ করছেন মানুষ এটা বুঝতে পারা যায়।