শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস জেলা অফিসে চায়ের আড্ডার আয়োজন করা হল টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস জেলা অফিসে চায়ের আড্ডার আয়োজন করা হয়েছিল টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে । সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমতলের সকল সোশ্যাল মিডিয়া কর্মীরা, খেলা হবে টিমের রাজ্য সম্পাদক সমীর আলী মহাশয় এবং খেলা হবে টিভির সদস্যরা । এমনকি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিক্রুয়েল মহাশয় রাজ্যের সম্পাদক অলক চক্রবর্তী মহাশয়। এছাড়াও উপস্থিত হয়েছিলেন জেলা কমিটির সহ-সভাপতি পূর্ণ চক্রবর্তী মহাশয় সম্পাদক শুভ্র ব্যানার্জি মহাশয় সহ সভাপতি দীপক শীল মহাশয়, জেলা সম্পাদক মিলন দত্ত মহাশয় এবং আইটি সেল এর রাজ্য সম্পাদক সৌমজিৎ আচার্জী মহাশয় এবি টিমের রাজ্য সহ-সভাপতি শিলাদিত্য সেন মহাশয় ।

এদিন সকলেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন যাতে ২০২৬ বিধানসভা ভোট কে পাখির চোখ করে সোশ্যাল মিডিয়া এবি টিম কাজ করে । বিজেপির সোশ্যাল মিডিয়া যথেষ্ট পরিমাণে শক্তিশালী, তাদের সাথে কিভাবে লড়াই করতে হবে সে বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তারা । তারা এও জানান ২০২৬ তে যদি আমাদের জিততে হয় তবে সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করে তুলতে হবে। কারণ জেতার পক্ষে এক ধাপ হবে এই সোশ্যাল মিডিয়া। যারা যারা এই কাজে পটু এবং যারা দলকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে তাদেরকেই জড়িত করতে হবে এই কাজে ।