শিলিগুড়িতে দিন রাত দেখা যাচ্ছে ভিখারীদের, মন্দির থেকে মল তাদের আনাগোনা সব জায়গাতেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দিনের পর দিন ভিখারীদের আসর বেড়েই চলেছে। শিলিগুড়ি জংসন এবং এনজেপীতে সবচাইতে বেশী পাবেন ভিখারীদের। পিছিয়ে নেই তেনজিং নোরগে বাস টার্মিনার্সও। সারা শিলিগুড়িতে এত ভিখারী আসছেন কোথা থেকে আপনি বুঝতেই পারবেন না। এত ভিখারী আসছে কোথা থেকে?

জানা গেছে শিলিগুড়িতে গেলেই মিলবে থাকা এবং খাওয়া, একথা সত্যি যে শিলিগুড়িতে রোজ রোজ খাওয়ানোর লোক কম নেই, লায়নস্ থেকেও খাওয়ানো হয় রোজই, এছাড়াও শিলিগুড়ি পুরসভা থেকেও পাচ টাকা দিয়ে খাওয়ানো হয়, তাই শিলিগুড়িতে একবার জমি আকড়ে বসে যেতে পারলেই হয়ে যাবে চিন্তা শেষ। তাই শিলিগুড়িতে আসা, এক ভিখারী জানান রোজ দুশো থেকে আড়াইশো টাকা আয় হয়। আর খাওয়া থাকা আলাদা, কাজেই শিলিগুড়িতে থেকে আরাম পেয়ে যাই আমরা। আমাদের এখানে ভালই কেটে যাচ্ছে বলেও জানান একজন ভিখারী। কাজেই শিলিগুড়ি জিন্দাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *