শিলিগুড়িতে পেয়াজের ঝাঝে চোখে জল, কোনো তাল পাচ্ছেন না মধ্যবিত্তরা
শিলিগুড়ি : শিলিগুড়িতে পেয়াজের আগুন দামের কারনে চোখে জল সাধারন মানুষের। শিলিগুড়ির বিধান মার্কেটে পেয়াজের দাম আশি টাকা কেজী প্রতি। অন্যান্য বাজারেও আশি টাকা ছুই ছুই। পেয়াজের দামে এই শীতে হতাশ শিলিগুড়ির মানুষ। বিশেষ করে শীতকালে মানুষের রসনা তৃপ্তিতে বাধা দিচ্ছে এই পেয়াজের দাম। কারন যেকোন খাবারেই পেয়াজ একেবারে অপরিহার্য। বাড়িই হোক, হোটেল হোক অথবা রেষ্টুরেন্ট পেয়াজ একেবারেই প্রথম সারিতে থাকবে। সেই পেয়াজের দাম এতটাই বেড়ে গেছে যে অনেকের কাছে পেয়াজ কেনাই দায় হয়ে পড়েছে। সব বাজারেই একেবারে মাথার উপরে উঠে গেছে পেয়াজের দাম। পেয়াজ রপ্তানি বন্ধ করা হচ্ছে এই খবরও উঠে এসেছে। ভালো পেয়াজ পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ অনেকেরই। তবে জানা গেছে ডিসেম্বর মাসের শেষে কমতে পারে পেয়াজের দাম। তবে শীতে পেয়াজের ঝাঝে একেবারেই নাজেহাল হয়ে পড়ছেন সাধারন মানুষ। তবে পেয়াজ ব্যাবসায়ীরা জানিয়েছেন চিন্তার কিছু নেই দাম খুব তাড়াতাড়ি নীচে নেমে যাবে।