শিলিগুড়িতে ব্যাপক উত্তজনা ছড়ালো রাজনৈতিক দলের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৩নং ওয়ার্ড এর একটি রাজনৈতিক দোলের পোস্টার ছেড়া নিয়ে উত্তজনা, ছড়ালো। এদিন সকালে এই ঘটনা ঘটে । এদিন সকালে উঠে লোকেরা দেখেন, দোলের শুভেচ্ছা জানিয়ে যে যে শুভেচ্ছা জানানো হয়ে ছিল কে বা কারা সেই সব পোস্টার ছিঁড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, কাউন্সিলর মানিক দে কে, তিনি দৌড়ে আসেন, খবর দেন পানিট্যাংকি থানায়, পুলিশ এসে তদন্ত গোটা ঘটনার শুরু করে। গোটা ঘটনায় এলাকাবাসিরাও হতবাক হয়ে যান । সব মানুষ এর একটাই মতামত কে বা কারা ঘটিয়ে ফেললো এই ঘটনা। কে দায়ী এই ঘটনার জন্য। কাউন্সিলর যদি জানা , আমি চরম অবাক, দেখছি কি করা যায়।
