শিলিগুড়িতে লোকসংষ্কৃতি উৎসবের সূচনা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা করলেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব।আজ শিলিগুড়ির পাবলিক স্পোর্টিং অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, বাতাসীতে তিনি উদ্বোধন করলেন লোক সংষ্কতি উৎসবের। তিনি জানান আমাদের দরকার এই ধরনের সাংষ্কৃতিক উৎসবের। যাতে মানুষের মনের প্রসারতা বেড়ে যায়। উত্তরবঙ্গের গ্রামে গ্রামে পল্লীর সংষ্কৃতির নানান ইতিহাস আছে। আমাদের কাজ হল সেই ধরনের সংষ্কৃতিকে মানুষের সামনে নিয়ে আসা। যাতে মানুষ গ্রাম বাংলার সংষ্কৃতিকে মানুষ চিনতে পারে এবং সেটা বুঝতে পারে। এই ধরনের সংষ্কৃতি থেকে বহু নতুন শিল্পী উঠে আসে, যাদের প্রতিভা সামনে আসে না। এই ধরনের সংষ্কৃতিক উৎসবের সবচেয়ে ভাল দিক হল নবীন প্রতিভাকে সামনে নিয়ে আসা। আমি সাধারন মানুষের কাছে আবেদন করছি তারা যেন এই ধরনের সংষ্কৃতিক উৎসবে অংশ নেয়। যাতে মানুষের ঘরে ঘরে এই লোকসংষ্কৃতির ইতিহাস পৌছে যেতে পারে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা।