শিলিগুড়ির দেবিডাঙ্গার কাছে চলন্ত স্কুল ভ্যানে ভয়াবহ আগুন , অল্পের জন্য প্রাণে বাঁচলো পড়ুয়ারা
শিলিগুড়ি : শিলিগুড়ির দেবিডাঙ্গার কাছে আচমকাই আগুন লাগলো চলন্ত স্কুলের গাড়িতে, অবশেষে অল্পের জন্য প্রাণে বাঁচলো পড়ুয়ারা। জানা গেছে চালক নিজে দায়িত্ব নিয়ে,এমনকি জীবনের ঝুঁকি নিয়ে স্কুল ভ্যানে থাকা ৯ জন বাচ্চাকে নিচে নামিয়ে নিয়ে আসেন। কিভাবে ওই ভ্যানটিতে আগুন লাগলো সেটা জানতে পারা না গেলেও অনুমান ইঞ্জিন গরম হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ভ্যানচালক উদ্ধার করার পর বাচ্চাগুলোকে দোকানে বসিয়ে প্রথমে তার স্কুলে ফোন করেন , তারপর প্রত্যেক বাচ্চার অভিভাবকদের ফোন করেন। অভিভাবকেরা ছুটে আসেন, দুজন ছুটে আসেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও। অভিভাবকেরা জানান স্কুল ভ্যান ঠিক রাখার দায়িত্ব স্কুলের , সেইখানে কিভাবে এই ঘটনা ঘটে গেল তারা মনেই করতে পারছেন না। তারা এদিন চরম আতঙ্কিত হয়ে পড়েন কিভাবে বাচ্চাদের ভ্যানে করে স্কুলে পাঠাবেন এই ভেবে।
