শিলিগুড়ির নতুন পুরকমিশনার কে বিশেষ অভ্যর্থনা জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : নতুন পুর কমিশনার অশ্বিনী কুমার রায় কে অভিনন্দন জানালেন মেয়র গৌতম দেব। পুর কমিশনার অশ্বিনী কুমার রায় দায়িত্ব নেওয়ার সাথে সাথেই মেয়র গৌতম দেব তাকে অভিনন্দন জানান। অশ্বিনী কুমার রায় এদিন উত্তরে জানান আমি সবার কাছ থেকে যেভাবে অভিনন্দন বার্তা পেলাম কৃতজ্ঞ থাকবো সবার কাছে। দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে আমি চেষ্টা করব। আশা করি সবার সহযোগিতা আমি পাব। ডেপুটি মেয়র রঞ্জন সরকারও এদিন নতুন পুর কমিশনার কে অভিনন্দন জানান। দায়িত্ব নেবার পর এদিন নিজের ঘরে চলে যান পুর কমিশনার।

তিনি আরো জানান আমি শিলিগুড়িতে যে দায়িত্ব নিলাম আমি চেষ্টা করব সেই দায়িত্ব যেন আমি পুরোপুরি পালন করতে পারি। আমার কাজ সবাই পছন্দ করবেন, এবং পুরসভার কাজে লাগবে এই কামনা এবং আশা করি । এদিন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের প্রশংসা করে নতুন কমিশনার জানান তারা যেভাবে আমাকে প্রথম দিনে কাছে টেনে নিলেন আমি চেষ্টা করব সেই জায়গাটাকে ধরে রাখার।