‘অশনির ‘- নিন্মচাপ ,চরম অশনিসংকেত চাষীদের কপালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঘূর্ণিঝড় অশনি অবশেষে গতিপথ পরিবর্তন করে আঘাত হেনেছে অন্ধ্র প্রদেশের কাকিন্দা উপকূলের কাছাকাছি এলাকায়। এমনকি অন্ধ্র প্রদেশে জারি করা হয়েছে সাইক্লোন সতর্কতা এবং রেড অ্যালার্টও। প্রথম থেকেই উত্তর-পশ্চিম দিকে ছিল অশনি গতিপথ। কিন্তু শেষ ৬ ঘণ্টায় এটি সরে এসেছে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে । ঝড়ের অভিমুখ বদল করলেও তৈরি হয়েছে নিন্মচাপের ভ্রুকুটি। আর চাষীদের মাথায় হাত পড়েছে বিক্ষিপ্ত বৃষ্টিতে ।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বোরো ধান চাষীদের মাথায় হাত পড়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে। ধান পেকে গিয়েছে বিঘের পর বিঘে জমিতে। কিন্তু ধান জমিতে লুটিয়ে পড়ছে দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিতে । যা এক কথায় পাকা ধানে মই বলে আক্ষেপ করেছেন এক চাষী। এই দমকা হাওয়া শুধু ধান-ই নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে গাছ, পেয়ারা গাছ, পটল, বেগুন ও বিভিন্ন শাকের খেতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *