শিলিগুড়ির প্রাক্তন মেয়রের বাড়িতে বিজেপীর পতাকা, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির রাজনৈতিক মহলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির সুভাষপল্লীতে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপীর পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও মেয়র অশোক ভট্টাচার্য সেই সময় বাড়িতে ছিলেন না, তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এই বিষয়ে কিছুই বলতে পারব না। তবে বাড়ির বাইরে যদি পতাকা লাগানো হয় তবে সেটা কোনভাবেই অপরাধ নয়, আবার বাড়ির মালিকের কোন দায়িত্ব নেই সেই ব্যাপারে।বাড়ির বাইরে বিজেপী কেন যেকোনো দলেরই পতাকা লাগানোর অধিকার আছে। আমার নাম দিয়ে এবং আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি কোনভাবেই কোন ধরনের মন্তব্য করব না। আমি সিপিএম এর একজন সৈনিক আর আমি সিপিএম এর সৈনিক হিসাবেই পরিচিত থাকতে চাই।এমনটাই জানান অশোক ভট্টাচার্য্য। আমার কাছে এই ধরনের খবরের কোন রকম ভিত্তি নেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *