শহর থেকে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হল ভোটের মুখে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোটার ঠিক মুখে ৬০ কেজি মাদক উদ্ধার হল তোপসিয়া থেকে। জানা গিয়েছে যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকার বেশি বলেই।জানা গিয়েছে এসটিএফ তরফে এই মাদক উদ্ধার করা হয়েছে।

মূলত দু-দিন আগেই এক মাদক কারবারি ধরা পড়েছিল গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে। বেনিয়াপুকুর থানা এলাকার মোমিনপুর রোডের কাছ থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় মঙ্গলবার রাত ন’টা নাগাদ। আটটি প্লাস্টিকের প্যাকেট মোড়া চরস উদ্ধার হয় তার ব্যাগে তল্লাশি চালিয়ে। পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে NDPS আইনের একাধিক ধারায়। কোথা থেকে সে ওই মাদক পেল, কলকাতা পুলিশের নারকোটিক সেল তা খতিয়ে দেখছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের দাবি, এবার পশ্চিমবঙ্গ এগিয়ে ভোট-বাজারে কালো টাকা থেকে মদ, গাঁজা, মাদক উদ্ধারের ক্ষেত্রে। তথ্য এও বলছে, তামিলনাড়ুর পরই পশ্চিমবঙ্গের স্থান হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া কালো টাকা থেকে মাদক এর ক্ষেত্রে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *