শিলিগুড়ির মানুষ আর তৃণমূলকে ভোট দেবেন না , জানালেন শুভেন্দু অধিকারী
শিলিগুড়ি : শিলিগুড়িতে বক্তব্যে রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন শিলিগুড়ির মানুষ আর তৃণমূলকে ভোট দেবেন না। কারন তারা সবকিছু বুঝতে পেরে গেছেন। মানুষের এই চিন্তা আগামীদিনে আর তৃণমূলকে জয়ী হতে দেবে না। এদিন চাচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান এতদিন হয়ে গেল তবুও চাকরী প্রার্থীদের সমস্যা থেকেই গেল। আর মুখ্যমন্ত্রীর সাকরেদরা টাকা ভরে নিয়ে গেল ব্যাগে করে। তবে মানুষ এখন মূখে একেবারেই কিছু না বললেও সবকিছু বোঝে এবং সেটার প্রতিফলন দেখা যাবে আগামী লোকসভা নির্বাচনে। যেভাবে উনি টাকা খরচ করে চলেছেন সেটা জনগন বুঝতে এবং দেখতে পাচ্ছে। সরকারি কর্মচারীদের ডি এ দিতে পারেন না উনি অথচ অনুষ্ঠান করেই চলেছে একের পর এক। তবে আগামীদিনে বিজেপী ক্ষমতায় আসবে। আর বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি পাবেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।