শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং শিলিগুড়ি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায়
শুভ উদ্বোধন হলো আন্ত: বিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ (বালক ও বালিকা) -র
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং শিলিগুড়ি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায়,শিলিগুড়ি মেয়র কাপ আন্ত: বিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ (বালক ও বালিকা) -এর শুভ উদ্বোধন হলো । মেয়র গৌতমদেব এবং ডেপুটি রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনো পুরোনিগম এর অন্যান্য কাউন্সিলর এবং এম এমআই সি রা। এদের মেয়র গৌতম দেব জানান মেয়র কাপ প্রতি বছর অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের উদ্যোগ নিয়ে এই কাপকে যতটা পারা যায় জনপ্রিয় করে তুলতে হবে। মোট ১৮টি দল অংশগ্রহণ করেছে এই মেয়র কাপে। আর মানুষ আছেন কাদের কাজের সময় বের করে। তাই আমি সব খেলোয়াড়দের যারা দুর থেকে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা এবং শুভ কামনা জানালাম। শিলিগুড়ি এবং তারা আশেপাশের বিভিন্ন জায়গায় এই খেলা জনপ্রিয়তা প্রচুর। আশা করি মেয়র কাপের সূত্র ধরেই বহু খেলোয়ার উঠে আসবে।
