সাংসদ শান্তনু সেনকে ‘প্রতারণা ইডি অফিসার সেজে ‘, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো আইএএস-সিবিআই অফিসারের পর এবার সামনে এল ভুয়ো ইডি অফিসার! প্রতারণার ঘটনা জনসম্মুখে এল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসার সেজে। এবার শিকার যেমন তেমন লোক নয়, খোদ রাজ্যসভার সাংসদ।লালবাজারে অভিযোগ দায়ের হয় তৃণমূল সাংসদ শান্তনু সেনকে প্রতারণার অভিযোগেও।অভিযুক্তকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে আরও খবর, ইডি অফিসার পরিচয় দিয়ে ওই অভিযুক্ত প্রতারণা করে সাংসদ তথা আইএমএ-র সভাপতি ডা. শান্তনু সেনকে। এমনকি শান্তনুবাবু গোটা বিষয়টি অভিযোগ আকারে জানান লালবাজারেও। তিনি আরও জানান, তাঁকে ফোন করে ইডি অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেয় এক ব্যক্তি। শুধু তাই নয়, অভিযুক্ত টাকাও চায় এমনকি সাংসদের কাছে।

অভিযুক্ত ব্যাক্তি সাংসদকে বলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংক্রান্ত কাজকর্মে তাকে সাহায্যও করবে টাকার বিনিময়ে। এরপরই শান্তনু সেনের সন্দেহে হওয়ায় লালবাজারের দ্বারস্থ হন তিনি। তিনি গোটা বিষয়টি কলকাতা পুলিশকেও জানান। এরপরই লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ঘটনার তদন্তে নামে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে জেরা করে ঘটনায় আরও কেউ জড়িত কি না তা দেখা হচ্ছে তদন্ত করে। এর পিছনে কোনও চক্র আছে কি না খতিয়ে দেখা হচ্ছে সেই ব্যাপারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *