শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে পালন করা হলো উর্দু কবি স্যার মুহাম্মদ ইকবাল -এর ১৪৮ তম জন্মদিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে উর্দু কবি স্যার মুহাম্মদ ইকবাল -এর ১৪৮ তম জন্মদিন পালন করা হলো। এদিন শিলিগুড়ি পুরো নিগম উর্দু কবির জন্মদিনে তাকে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন শিলিগুড়ি পুরসভার সমস্ত এম এমআইসি এবং কাউন্সিলারেরা। সবার প্রথমে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব, এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র এদিন জানান আমাদের কাছে উর্দুভাষা , সেভাবে পরিচিত না হলেও আমরা একে অপরের ভাষাকে সম্মান করি। সমর্থন করি। যে সব উর্দু কবিরা কবিতার মধ্য দিয়ে দেশের নাম উজ্জ্বল করে গেছেন, উনি তাদের মধ্যে অন্যতম। উনি শুধু একধারে কবি ছিলেন না ওনার ভাষা এবং উনার কথা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। আজকে আর কিছু না হলেও, ওনার জন্মদিনে উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারলাম এটাই অনেক। মেয়রের সাথে সাথে উর্দু কবি ছবিতে মালা দিয়ে এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য আধিকারিক এবং কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *