শিলিগুড়ি মানে পাহাড় আর পাহাড় মানেই ট্রয় ট্রেন
বেস্ট কলকাতা নিউজ : শিলিগুড়ি মানে পাহাড় আর পাহাড় মানেই ট্রয় ট্রেন।আর সেই ট্রয় ট্রেন বাতিল হওয়ায় মন খারাপ পর্যটকদের।আজ এনজেপী ষ্টেশনে আসা বিভিন্ন রাজ্যের পর্যটকেরা যখন তৈরী হচ্ছিলেন পাহাড়ে যাবার জন্য সেই সময় মাইকে ঘোষনা করা হয় অনিবার্য কারনে বাতিল করা হল ট্রয় ট্রেন যাত্রা।তবে সেটা শুধুমাত্র আজকের জন্য।তবে যান্ত্রিক গোলযোগের কারনে বাতিল করে দেওয়া হয়েছে ট্রয় ট্রেন। সেই ঘোষনা শুনে হতাশ হয়ে যান পর্যটকেরা। অনেকেই বলতে শুরু করেন এতদুর থেকে শুধুমাত্র ট্রয় ট্রেন চড়ব এবং পাহাড়ে যাব বলেই এখানে আসা,আর যখন শুনলাম আজকে ট্রয় ট্রেন পাহাড়ে যাবে না মনটাই একেবারে খারাপ হয়ে গেল।আমরা শিলিগুড়িতে কোন হোটেলও বুকিং করি নি,তাই আমরা বিকল্প পথেই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করছি। আশা করছি নামবার সময় ট্রয় ট্রেনে নামতে পারব। এদিন এনজেপী থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল থেকে সঠিক সময় ছাড়বে ট্রেন। আজকে অবস্থা ঠিক নেই বলেই চালাতে পারা গেল না ট্রেন জানালেন ষ্টেশন ম্যানেজার,তিনি আরো জানান আমরা বুঝতে পারছি পর্যটকদের হতাশার কথা, কিন্তুু সমস্যা যাতে আর না বাড়ে সেকারনেই এই সিদ্ধান্ত। আগামীকাল থেকে সঠিক সময় ট্রয় ট্রেন ছাড়বে এনজেপী থেকে।