শিশু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত পুরুলিয়া জেলায়, ‘পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট’ চালু হতে চলেছে দেবেন মাহাত হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিশু চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে পুরুলিয়া জেলায়। জানা গিয়েছে, দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘পিকু’ অর্থাৎ ‘পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (PICU) চালু করতে কর্তৃপক্ষ তোড়জোড় শুরু করেছে। প্রাথমিকভাবে ৮ শয্যার পিকু গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকাঠামো তৈরির কাজও একপ্রকার সম্পূর্ণ। এখন শুধুমাত্র রাজ্য স্বাস্থ্যদপ্তরের সবুজ সংকেতের অপেক্ষা।স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডাঃ অসীম দাস মালাকার বলেন, আমাদের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে। অন্যদিকে হাসপাতাল সুপার সুকোমল বিষয়ী বলেন, এখন শুধুমাত্র রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষা। পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ।স্বাস্থ্যদপ্তরের ‘হ্যাঁ’ বললেই দ্রুত পরিষেবা চালু করা হবে। প্রতিনিধি দলের আশ্বাসবাণীতে আমরা আশ্বস্ত।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পাঁচ সদস্যর একটি প্রতিনিধি দল জেলায়পৌঁছয়। মূলত ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথের বিষয়টি খতিয়ে দেখতেই তাঁরা জেলায় এসেছেন। প্রথম দিনেই বান্দোয়ান, বরাবাজার, বলরামপুর ও দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাস পরিদর্শন করেন। শুক্রবার ফের তাঁরা সদর ক্যাম্পাস পরিদর্শন করেন। দুই দিনে সদর ক্যাম্পাসের এসএনসিইউ, পোস্ট ন্যাটাল ওয়ার্ড, লেবার রুম, ডিইআইসি পরিদর্শন করেন।পরিদর্শন পর্বে আধিকারিকরা ইতিবাচক মন্তব্যই করেছেন। তাঁদের কথায়, ইতিমধ্যে সদর ক্যাম্পাসের এসএনসিইউ’র পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে, তা অবশ্য দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেই তাঁদের মত। দুই দিনের পরিদর্শন পর্বে প্রতিনিধি দলের সদস্যরা বেশকিছু খামতিও খুঁজে পেয়েছেন। তার মধ্যে অন্যতম হল, জেলার সর্বত্র ইউএসজির সঠিক বন্দোবস্ত না থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *