শীতের বাজারে চা নিয়ে এক নতুন উদ্যেগ রাজ বসুর
নিজস্ব সংবাদদাতা : শীত পড়েছে অনেকটাই। বেড়ে গেছে ঠান্ডা, তাই দরকার চায়ের। এবারে সেই চা নিয়ে উদ্যেগ উত্তরবঙ্গ তথা ভারতের পর্যটনের মহিরুহ রাজ বাসু। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নানান স্বাদের চা বিক্রি করবার উদ্যেগ নিয়েছেন তিনি। তিনি জানালেন মানুষ চা খেতে ভালোবাসে তাই আমাদের দরকার মানুষের মাধ্যে চায়ের জনপ্রিয়তাকে পৌছে দেওয়া। উত্তরবঙ্গ জুড়ে শুধুমাত্র শহর নয় গ্রামেও যাতে মানুষের মধ্যে চা পৌছে যায় সেই উদ্যেগ নিয়েছেন রাজ বসু। চা খেতে ভালোবাসেন অনেক মানুষ, শুধুমাত্র তাই নয় চায়ের ভক্ত সবাই। তবে অনেকেই চা বিশেষ করে দামী চা খেতে পারেন না। আমরা চেষ্টা করব সেই সব মানুষের কাছে দামী চা পৌছে দেওয়া। এই উদ্দেশ্যে আমি প্রাতন্ত জায়গায় যেখানে যেখানে চায়ের দোকান আছে সেই সেই জায়গাতে চা বিক্রি করবার ব্যাবস্থা করছি। যাতে সবাই চায়ের সব ধরনের স্বাদ বুঝতে পারে।শুধুমাত্র উত্তরবঙ্গেই নয় দক্ষিনবঙ্গেও চায়ের প্রচলন শুরু করে দেবো আমরা। এমনটাই জানালেন রাজু বসু।