শুধুমাত্র পড়ালেই চলবে না, আর কী কী করবেন অধ্যাপকরা, কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল সেইসব বিষয়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক অধ্যাপিকার করা মামলায় কলেজের পরিবেশ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। ওই অধ্যাপিকার বিরুদ্ধে ওঠা মানহানির অভিযোগ খারিজ করার পাশাপাশি কলেজের জন্য বিশেষ কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে। বিচারপতি শম্পা (দত্ত) পাল উল্লেখ করেছেন, কলেজে রাজনৈতিক প্রভাবের কারণে পড়াশোনায় প্রভাব পড়ছে। কলেজের মূল্য উদ্দেশ্যটাই চাপা পড়ে যাচ্ছে।

অধ্যাপক-অধ্যাপিকাদের কী কী মাথায় রাখতে হবে, তা জানিয়ে দিয়েছে হাইকোর্ট-

১. পড়াশোনার ভাল পরিবেশ রাখতে হবে কলেজে, পড়ুয়াদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে।

২. দক্ষতার সঙ্গে বিষয়গুলি পড়াতে হবে, শিক্ষা পদ্ধতির দিকেও নজর দিতে হবে।

৩. স্বচ্ছতা থাকা জরুরি। শুধুমাত্র ভাল পড়ালেই চলবে না। কলেজের অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত সব বিষয়েই স্বচ্ছতা রাখতে হবে।

৪. ছাত্র-ছাত্রী, সহকর্মী ও কলেজের অন্যান্য কর্মীর সঙ্গে যথাযথ ব্যবহার করতে হবে।

৫. পড়ুয়াদের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করতে হবে ও শিক্ষার্থীদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা করতে হবে।

৬. নিজেদের দক্ষতা আরও বাড়ানোর দিকে নজর দিতে হবে।

৭. সহকর্মীদের সঙ্গে আলোচনা আরও বাড়াতে হবে, যাতে পড়ানোর ক্ষেত্রে সুবিধা হয়।

৮. কলেজের নীতি মাথায় রেখে কাজ করতে হবে। পঠন-পাঠন, গবেষণা থেকে শুরু করে পড়ুয়াদের সাপোর্ট করার ক্ষেত্রে পলিসি অমান্য করা যাবে না।

উল্লেখ্য, মামলায় আবেদনকারী অধ্যাপিকা জানিয়েছেন, ২০১৫ সালে কলকাতার একটি কলেজে চাকরিতে যোগ দেন তিনি। কিন্তু তাঁর নিয়োগে খুশি ছিল না বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থিত ছাত্র সংসদ। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। পরে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কলেজ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছেন। হাইকোর্ট সেই মানহানির মামলা খারিজ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *