শুভ উদ্বোধন হলো ভারত কলা কেন্দ্র আয়োজিত নৃত্যানুষ্ঠান ‘ভারত কলা উৎসব’ -এর
শিলিগুড়ি : শুভ উদ্বোধন হলো ভারত কলা কেন্দ্র আয়োজিত নৃত্যানুষ্ঠান ‘ভারত কলা উৎসব’ -এর । আর এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উত্তরবঙ্গের প্রতিষ্টিত নামী শিল্পীদের নিয়ে হাওয়া এই অনুষ্ঠান যথেষ্ট আকর্ষণ যেন কবে বলে মনে করেন মেয়র গৌতম দেব।
তিনি আরো জানান আমাদের শিলিগুড়ি বরাবরের মতোই সংস্কৃতিবান শহর হিসাবে পরিচিত। বহু মানুষ আছেন এখানে গান বাজনা ছাড়াও বিভিন্ন ধরনের সংস্কৃতি জগতের বিনোদন পছন্দ করেন। আমাদের সবার শিল্পীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তারা যেভাবে অনুষ্ঠান করে চলেছে তার জন্য যে কোন প্রশংসাই নগন্য। বা বলা যেতে পারে যথেষ্ট না। আমি সবার শুভেচ্ছা ও শুভকামনা কামনা করি।। শিলিগুড়ি শহরকে যাতে জাতীয় সংস্কৃতির শহর বলা যেতে পারে তার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি নিত্য শিল্পী এবং সঙ্গীতশিল্পীরা। মেয়র এদিন নিজে প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন এই অনুষ্ঠানের।