শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এক ব্যাপক হুলুস্থুল কান্ড শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে, শিশু উদ্ধারের পাশাপাশি আটক হল এক মহিলাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শ্রীরামপুর : শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে এক ব্যাপক হুলুস্থুল কান্ড শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে, অবশেষে এদিন শিশুটিকে উদ্ধার করার করার পাশাপাশি আটকও করা হয় এক মহিলাকে। জানা গেছে কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধারহয় চুরি যাওয়া শিশুও ।

আরো জানা গেছে কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। এদিন সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। তার ছুটি হয়।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে নিয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এদিকে এই খবর পেয়েই এদিন হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসিপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।নাকা চেকিং শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোড়ে মহিলাকে আটক করে পুলিশ।শিশু উদ্ধারে অবশেষে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবারের। তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিলো এদিনের এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *