শ্রীলংকা থেকে অবশেষে ভারতে ফিরলেন সে দেশে আটকে পড়া যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : অবশেষে নিরাপদে তাদের নিজেদের বাড়ি পৌঁছলো কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় যাত্রীদের শেষ দলটি। জানা গেছে এদিন সকাল ৬:৩০ টার দিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিমানে করে মোট ১০৪ জন আটকে পড়া ভারতীয় নাগরিকরা তিরুবনন্তপুরমে পৌঁছেছেন বলে । এদিন প্রত্যেক যাত্রী প্রচন্ড ভিত এবং ক্লান্ত ছিলেন,এমনকি বিমানবন্দরে তাদের জন্য জল এবং খাবার এর ব্যবস্থা করে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে গাড়ি করে তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয়।


