আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হল ঢোলাহাটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ ২৪ পরগনার জগদীশপুরে উদ্ধার করা হল সাতটি লং রেঞ্জের বন্দুক ও ১২ রাউন্ড তাজা কার্তুজ৷গোপন সূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ তল্লাশি চালায় জগদীশপুর হাসপাতাল মোড় এলাকায়। পুলিশ তল্লাশিতে সাগির সরদার নামের এক যুবককেও গ্রেপ্তার করে ৷কাকদ্বীপ মহকুমা আদালত তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ৷গোপন সূত্রে পুলিশ আরও জানতে পারে, অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত সাগির নামের ওই ব্যক্তি । কিছুদিন ধরে পুলিশ তার উপর নজরও রেখেছিল। পুলিশ আরও জানিয়েছে, সাগির আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল কলকাতার দিকে। সেই সময়ই ঢোলাহাট থানার একটি দল সাগিরকে আটক করে জগদীশপুর মোড় এলাকা থেকে । এরপর তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছে থেকে সাতটি লং রেঞ্জ বন্দুক ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশি জেরায় ধৃত সাগির জানিয়েছে, অস্ত্র পাচারের উদ্দেশ্যেই সে কলকাতার দিকে যাচ্ছিল ঢোলাহাট থানা এলাকা থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *