চরম সংকটে এ রাজ্যের দশম আক্রান্ত ব্যাক্তি , তবে এখনই থার্ড স্টেজ ঘোষণা করতে নারাজ রাজ্যের স্বাস্থ্য দপ্তর
শারীরিক অবস্থা সংকটে পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এ রাজ্যের দশম কোরোনা ভাইরাস আক্রান্ত এক ব্যাক্তির। ৬৬ বছরের এই ব্যক্তিকে রাখা হয়েছে ভেন্টিলেশন এর সাপোর্টে। তাঁর চিকিৎসা চলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর গাইডলাইন অনুযায়ী। আগামী দু-একদিন না গেলে, এই আক্রান্তের বিষয়ে সেভাবে কিছু বলতে পারবেন না বলে জানিয়েছে চিকিৎসকরাও। এদিকে, এই ব্যক্তির সংক্রমণ কীভাবে ঘটল, সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তর জারি রেখেছে খোঁজখবরও। তবে, এই ব্যক্তির সংক্রমণের কারণ থার্ড স্টেজ কিনা , তা এখনই বলছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর।
৯ দিনের জ্বর নিয়ে ২৩ মার্চ ৬৬ বছর বয়সি এই ব্যক্তি ভরতি হন পঞ্চসায়রের বেসরকারি একটি হাসপাতালে।আরও জানা গিয়েছে জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টের সমস্যাও ছিল বলেও। তিনি কলকাতার বাসিন্দাও জানা গিয়েছে । চিকিৎসকদের সন্দেহ হওয়ায় পরীক্ষার জন্য পাঠানো হয় তাঁর নমুনাও । বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর, এই ব্যক্তি দীর্ঘ দিন ধরে ভুগছিলেন উচ্চ রক্তচাপের সমস্যায় । এছাড়া দীর্ঘ দিনের অন্য কোনও অসুখও তাঁর নেই । এদিকে, নমুনা পরীক্ষার রিপোর্টে বুধবার রাতে জানা যায়, এই ব্যক্তি আক্রান্ত হয়েছেন COVID-19-এ।