এবার থেকে ‘পে অ্যান্ড ইউজ়’ কোয়ারানটাইন সেন্টার চালু হতে চলেছে এ রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে ‘পে অ্যান্ড ইউজ়’ কোয়ারানটাইন সেন্টারের ব্যবস্থা করা হল এ রাজ্যে। প্রাথমিক পর্যায়ে ৩১ টি হোটেলে এই ধরনের সেন্টারের ব্যবস্থা করা হয়েছে নোভেল কোরোনা ভাইরাসের মোকাবিলার জন্য। যাঁদের কোয়ারানটাইনে থাকতে হবে, তাঁরা মনে করলে নিজেদের পয়সা খরচ করে বিলাসবহুল হোটেলের রুমেও কোয়ারানটাইনের জীবন কাটাতে পারেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই ব্যবস্থাপনায়।

বুধবার এই ‘পে অ্য়ান্ড ইউজ়’ কোয়ারানটাইন সেন্টারের জন্য ৩১ টি হোটেলের নামের একটি তালিকা প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই হোটেলগুলিকে রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ে। তবে, আগামী দিনে অন্য আর কোনো হোটেল কর্তৃপক্ষ এই পরিষেবা দিতে চাইলে যোগাযোগ করতেও বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে। এদিন হোটেলগুলির নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হোটেলগুলির কোনটিতে থাকতে গেলে কত খরচ পড়বে, কোন হোটেলে কতগুলি রুমের ব্যাবস্থা রয়েছে, তাও প্রকাশ করা হয়েছে। যোগাযোগের জন্য প্রকাশ করা হয়েছে প্রতিটি হোটেলের সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ফোন নম্বর, ডেজ়িগনেশন এবং ইমেল আইডিও। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত এই তালিকা অনুযায়ী, এই কোয়ারান্টাইন সেন্টারে ব্যবস্থা রয়েছে দেড় হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হবে, এমন রুমের। এই হোটেলগুলি রয়েছে নিউটাউন, রাজারহাট, চিনারপার্ক, লেকটাউন, দমদম বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কালীঘাট, ভবানীপুর, পার্কসার্কাস, বেগবাগানসহ ধর্মতলা এবং পার্কস্ট্রিটের আশপাশের এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *