সংক্রমণ ক্রমশ বাড়ছে , একাধিক সংস্থা বাড়াচ্ছে ওয়ার্ক ফ্রমের হোমের মেয়াদ
বেস্ট কলকাতা নিউজ : বিপদ ক্রমশ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। ‘অত্যন্ত উদ্বেগের’আগামী চার সপ্তাহ, এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের একাধিক সংস্থা এই পরিস্থিতিতে আরও বাড়াচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ। যাঁরা ফের ইতিমধ্যেই অফিসে আসতে শুরু করেছিলেন তাঁদেরও আবার পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে থেকে কাজ করারই। লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে। দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। দেশে অতিমারী ছড়িয়ে পড়ার পর এই প্রথম দেশে সর্বোচ্চ হারে সংক্রমণ ছড়াল। মঙ্গলবার দেশজুড়ে একসঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৭ হাজার মানুষ।
মঙ্গলবারই করোনা নিয়ে ফের একবার কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক করে দেয়। কেন্দ্রীয় সরকার জানায় আগামী চার সপ্তাহ গোটা দেশের কাছেই ‘অত্যন্ত উদ্বেগের’ বলেও। করোনার সেকেন্ড ওয়েভ সামাল দিতে দেশবাসীকে আরও বেশি সতর্ক হতেও কেন্দ্রীয় সরকার আবেদন জানায়। এদিকে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে-রাজ্যেও । একাধিক রাজ্যে কড়াকড়ি করা হচ্ছে এমনকি করোনাবিধি মেনে চলার ব্যাপারে। সংক্রমণে লাগাম পরানোর চেষ্টা হচ্ছে এমনকি নাইট কারফিউ জারি করেও।