সন্ন্যাসীর গাড়িতে হামলা, ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়
শিলিগুড়ি : এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য । শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় বৃন্দাবনের বিশ্ব বিদ্যা ধাম ট্রাস্টের হিরন্ময় ব্যানার্জীর উপর হামলা হয় বলে অভিযোগওঠে । ভাগবত পাঠ সেরে সাহুডাঙ্গি এলাকায় এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে আসার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। বাইকে দুইজন এসে হামলা করে বলে জানা যায় । সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সন্ন্যাসী। এরপরই তিনি আশিঘর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন এই ঘটনার পর থেকে প্রচন্ডভাবে আতঙ্কিত তিনি।ভয়ের সাথে দিন কাটাচ্ছেন। তিনি আরো জানান তিনি অভিযোগ দায়ের করেছেন, এটা যদি হামলা কারীরা জানতে পারে তবে তার উপর আবার আক্রমণ হবার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তিনি আরো বলেন, তিনি বারবার ওদের বুঝিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। বর্তমানে তিনি এক চরম অশান্তির মধ্য দিয়ে আছেন