সবজির দাম কমানো নিয়ে নতুন নির্দেশিকা জারি শিলিগুড়ি পুর নিগমের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে সবজির দাম। টাস্ক ফোর্স এর আসা এবং কর্পোরেশনের হুশিয়ারি থাকলেও সবজির দাম কমার কোন লক্ষণই নেই। এদিকে সবজি বিক্রেতারা জানিয়েছেন আমাদের কিছুই করার নেই, আমরা যদি কম দামে সবজি না পাই তাহলে বিক্রি করব কিভাবে? তাহলে তো বন্ধই করে দিতে হবে সবজি বিক্রি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে শিলিগুড়িতে সরকারের পক্ষ থেকে সবজি বিক্রি হচ্ছে ঠিকই তবে তা সর্বস্তরের মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি। সরকারি সবজি বিক্রি হচ্ছে শুধুমাত্র শহরতলি এলাকায়। একটু ভিতরে গেলেই বুঝতে পারা যাবে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের কাছে সস্তা দামে গিয়ে পৌঁছায়নি। তাই তাদের ক্ষোভ আছেই। অনেকেই জানিয়েছেন মাংস মাছ খাওয়া আমাদের কাছে স্বপ্নের ব্যাপার, যদি সবজিই না খেতে পারি তবে কিভাবে কাজ করবো এবং কিভাবে বেঁচে থাকবো। যদিও মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই শিলিগুড়িতে সবজি বিক্রি নিয়ে এবং সবজির দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ইতিমধ্য জানিয়েছেন অবিলম্বে যদি সবজির দাম না কমানো হয় তবে কড়া শাস্তি দেওয়া হবে। শিলিগুড়ি প্রধান কয়েকটি বাজারে সবজির দাম আকাশছোঁয়া। যারা কিনতে আসছেন তারা বলছেন একদিন কম দামে তো তিন দিন বেশি দামে বিক্রি হচ্ছে একই সবজি। বিক্রেত ওরা জানিয়েছেন তাদের কিছুই করার নাই। উপরন্তু দশ বিশ টাকার বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে তাদের।

এদিকে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে যদি সবজির দাম না কমানো হয় তবে বিক্রেতাদের সবজি বিক্রি করতে দেওয়া নাও হতে পারে। গোটা শিলিগুড়ি শহর এবং শিলিগুড়ি আশেপাশে এলাকা জুড়ে এই একই দাম সবজির। শিলিগুড়ি পাশাপাশি প্রতিবেশী শহর জলপাইগুড়ি তো একই অবস্থা। যেসব জায়গা থেকে সবজি জলপাইগুড়ি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে যায় সেই সব জায়গায় সবজি ধরে রাখা যাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। তবে মুখ্যমন্ত্রী আবার খুব সম্ভবত সবজি নিয়ে নতুন কোন ঘোষণা করতে চলেছেন। তারপরে বুঝতে পারা যাবে ঠিক কি দামে বাংলাতে সবজি বিক্রি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *