সব রোগ থেকে আপনাকে দূরে রাখবে রোজ মাত্র এক কাপ হরিতকী ভেজানো জল
বেস্ট কলকাতা নিউজ : সব রোগের আশ্চর্য মহৌষধ হিসেবে বলা হয় হরিতকী ভেজানো জলকে। বাংলাদেশ ও ভারতে এর আদি নিবাস।একটা সময় হরিতকীর ফল ব্যবহার করা হতো চামড়ার ট্যানিংয়ের জন্য ও কাপড়ে রঙ করতে। হরিতকী স্বাদে খুব তিতা হলেও উপকারে আসে এই গাছের ফল বীজ ও পাতা সবই। বিভিন্ন রোগের চিকিত্সায় ওষুধ হিসেবে ব্যবহার ছাড়াও এটি রন্ধনশিল্পে বহুল ব্যবহৃত একটি ভেষজ ফল। জনশ্রুতি রয়েছে, সব রকম রোগ থেকে দূরে থাকা যায় প্রতি দিন সকালে এককাপ পরিমাণ হরিতকী ভেজানো জল ব্যবহার করলে।
এবার জেনে নিন রোজ হরিতকী খেলে যেসব উপকার মিলবে
রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প বিট লবণ, ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকীর গুঁড়া মিশিয়ে খেয়ে নিন পেট পরিষ্কার রাখতে হলে। চুল ভালো রাখতে হলে হরিতকীর গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে আঙ্গুলের ডগায় নিয়ে ম্যাসেজ করুন চুলের গোড়ায়। পিত্তশূল দূর হয় হরিতকী চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে।এর ভেজানো জল হ্রাস করে রক্তচাপ এবং অন্ত্রের খিঁচুনি। এই ভেষজ ব্যবহৃত হয় এমনকি নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিত্সায়।