সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শীতবস্ত্র ও মশারি প্রদান অনুষ্ঠান অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এর জন্ম মাস উপলক্ষে
শিলিগুড়ি : অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এর জন্ম মাস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শীতবস্ত্র ও মশারি প্রদান করা হলো সানরাইজ ক্লাব, লেক টাউনে। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার মশারি বিতরন করেন দুস্থদের মধ্যে। তিনি আরও জানান এই শীতে মশারী অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তাই আমাদের একটা লক্ষ্য ছিল যেভাবে পারা যায় এই সব দুস্থদের পাশে থাকা এবং তাদের কিছুটা হলেও সাচ্ছন্দ্যে থাকা। এই মানুষগুলো একে অন্যের সাথে মিলেমিশে দিন কাটিয়ে চলবে এটাই কামনা করছি ঠাকুরের কাছে। আমাদের দরকার একটু খোজ নেওয়া। যাতে শিলিগুড়ি পুরনিগমের মানুষ যারা প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে দিয়ে সময় কাটিয়ে চলেছেন তাদের পাশে থাকা। যাতে তাদের কষ্টের ভাগ কিছুটা হলেও আমরাও নিতে পারি।


