আইটি কর্মীকে পিষে দিল বেপরোয়া ট্রাক, চিংড়িহাটা রক্তাক্ত হল সাত সকালেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের এক তরতাজা প্রাণ কেড়ে নিল ট্র্যাকের বেপরোয়া গতি। ফের একবার মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে গেল শহর কলকাতায় বিশ্ব বাংলা সরোণিতে।জানা গেছে মৃত যুবকের নাম সাগর (২৬)। পেশায় ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সকাল সওয়া ছ’টা নাগাদ দুর্ঘটনা ঘটে চিংড়িঘাটার কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচে সংকীর্ণ রাস্তাতেই। সাগর বাইকে চড়ে যাচ্ছিলেন তাঁর নির্দিষ্ট রুট দিয়েই। উল্টোদিক থেকে একটি ট্রাক আসছিল দ্রুত গতিতে। তারপর বাইকে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে ট্রাকটি এসে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইক থেকে কার্যত সাগর ৫০ মিটার দূরে ছিটকে গিয়ে পড়েন। যদিও তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু অভিঘাতে হেলমেট খুলে যায় তাঁর মাথা থেকে। সাগরের মাথায় সজোরে আঘাত লাগে ফুটপাতের গার্ডওয়ালের কোণায়। এমনকি সাগরও বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। পরে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে. চিকিৎসকরা তাকে ঘোষণা করেন মৃত বলেই। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *