সম্পন্ন হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্লাবের খুঁটি পুজো
শিলিগুড়ি : পুজো আর বেশি দেরি নেই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন এক নম্বর বড় চেয়ারম্যান এবং দুই নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর গার্গী চ্যাটার্জি। সকালে উপস্থিত হয়েছিলেন পুজোর আয়োজন এর জন্য কাঞ্চনজঙ্ঘা ক্লাবের কর্মীরা। যথা সময় যথারীতি পন্ডিত মন্ত্র উচ্চারণ করে খুটি পুজো শুরু করলেন।
গার্গী চ্যাটার্জি এদিন জানান যার যতই বয়স হোক ৮ থেকে ৮০, পুজোর গন্ধ পেলেই যেন সবাই অন্যরকম হয়ে যায়। আমি তো সামান্য একজন মানুষ। তাই দূর্গোপুজোর আনন্দ মাতোয়ারা হতে আমিও তৈরি। আজকে আমার এখানে এসে এতটাই ভালো লাগছে, যে বোঝানোর এবং বোঝে উঠানো সময় আমার নেই। বাঙালি সব দুঃখের অবসান হোক, সবাই মনে আনন্দ পাক, সবার জীবন সুষ্ঠু এবং সুন্দর হোক আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি। খুঁজে পুজো মানেই দেবীর আরাধনা শুরু, আর আজকে সেই দিন জানান গার্গী চট্টোপাধ্যায়।