অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়-র বড় পদক্ষেপ Pegasus কাণ্ডে ,পশ্চিমবঙ্গেই তদন্ত কমিশন তৈরি হল প্রথম রাজ্য হিসেবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে বড় রকমের পদক্ষেপ নিলেন Pegasus স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা কাণ্ডে। পশ্চিমবঙ্গেই তদন্ত কমিশন গঠিত হল প্রথম কোনও রাজ্য হিসেবে। কমিশন গঠনের প্রস্তাবে এমনকি সিলমোহরও পড়ল মন্ত্রিসভার জরুরি বৈঠকে।জানা গেছে রয়েছেন ২ অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে এই কমিশনের দয়িত্বে। তাঁরা হলেন বিচারপতি এম বি লকুর এবং বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তোপ দেগে আরও বলেন, ‘কেউ যদি নিজে থেকে না জাগে, তা হলে তাঁকে জাগাতে হয়। আশা করব আমাদের এই বিশেষ পদক্ষেপ জাগিয়ে তুলবে’ বাকিদেরও।

গতকালই মূলত জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন দিল্লি যাওয়ার আগে। মূলত আজ মন্ত্রীসভার সেই বৈঠকেই সিলমোহর দেওয়া হয়েছে এই তদন্ত কমিশন গড়ার বিষয়টিতে। তারপর তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তিনি আরও জানান রাজ্যে যাঁদের ফোন কল রেকর্ড করা হয়েছে, হ্যাক বা ট্র্যাক করা হয়েছে, দুই অবসরপ্রাপ্ত বিচারপতির কমিশন সেই ব্যাপারেই খতিয়ে দেখবে।প্রসঙ্গত , একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন, দেশের শীর্ষ আদালত যেন স্বতঃপ্রণোদিত তদন্ত করে পেগাসাস কাণ্ডের। পরে অবশ্য কেন্দ্রের তরফে বলা হয়, কোনও তদন্ত হবে না আদালতের তত্ত্বাবধানে। এদিন মমতাও সাংবাদিক বৈঠকে আরো বলেছেন, ‘আমরা ভেবেছিলাম এটা নিয়ে সরকার তদন্ত করবে। অন্তত একটা তদন্ত করবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কিন্তু কিছুই করেনি সরকার। কেউ না জাগলে তাদেরকে তো জাগাতেই হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *