সম্পূর্ণ ধুয়েমুছে গিয়েছে জাতীয় সড়ক, আটকে উদ্ধারকাজ, উত্তরকাশীতে মৃত্যু বেড়ে হল ৫
বেস্ট কলকাতা নিউজ : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরকাশীতে। ধুয়ে মুছে গেল যেন আস্ত একটা গ্রাম। এই বিপর্যয়ে ধারালী গ্রামে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১০০ জনেরও বেশি। আজ, বুধবারও একটানা বৃষ্টি হয়ে যাওয়ায় বাধা পাচ্ছে উদ্ধারকাজ। মঙ্গলবার দুপুরে হঠাতই বিপর্যয় নেমে আসে উত্তরকাশীতে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে ক্ষীরগঙ্গা নদীতে। সেখান থেকে বিপুল জলস্রোত ও কাদামাটি এসে ভাসিয়ে নিয়ে যায় ধারালী গ্রামের একের পর এক ঘরবাড়ি, হোটেল। এমনকী নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও।

গতকাল দুপুর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে। নিখোঁজ মানুষকে খোঁজার জন্য নামানো হচ্ছে এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তাদের দিল্লি থেকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে। ভূমিধসের জেরে ৫টি জাতীয় সড়ক সহ মোট ১৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে গতকাল হড়পা বান ও ধসে ১১ জওয়ান নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ২ জন সেনা জওয়ানকে উদ্ধার হয় গতকাল রাতেই। এখনও নিখোঁজ ৯ জন জওয়ান। এ দিন এনডিআরএফের ডিআইজি অপারেশন মহসিন শাহেদী সাংবাদিক বৈঠক করে জানান, এখনও ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। ১৫০ জনকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। এনডিআরএফের ৩টে টিম কাজ করছে। আরও ৩টে টিম উদ্ধারকার্যে সামিল হতে আসছে। কিছু টিমকে স্ট্যান্ডবাই টিম রাখা হয়েছে এয়ারপোর্টে। ভারতীয় সেনা, আইটিবিপি , এসডিআরএফ-ও উদ্ধারকাজে সাহায্য করছে।