সর্বভারতীয় সেচ্ছাসেবী সংস্থার উদ্যেগে কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হল ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা
শিলিগুড়ি : একটি সর্বভারতীয় সেচ্ছাসেবী সংস্থার উদ্যেগে শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের প্রাক্তন ফুটবলারেরা। এদিন গোটা মাঠে দর্শক সমাগম ছিল দেখবার মতন। শিলিগুড়ির সমস্ত ধরনের ক্রীড়াপ্রিয় মানুষ এবং বেশ কিছু ক্ষুদে ফুটবলারেরা এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেন। শিলিগুড়ির বেশীরভাগ মানুষ ফুটবল প্রিয়। তাই এদিন তারা মাঠে এসেছিলেন ফুটবল নিয়ে বিভিন্ন আনন্দ উপভোগ করতে। এদিন মাঠে সমর্থকেরা নিজেরাই উৎসাহীত করেন নিজেদের দলকে। এই খেলায় ভারত জয়লাভ করলেও বাংলাদেশের খেলোয়ারেরা পিছনে ফিরে থাকেন নি। মাঠের মধ্যে অবশ্য সেই মনোভাব দেখা যায় নি। সবমিলিয়ে এই খেলাকে ঘিরে ভবিষ্যতের চিন্তা শুরু করতে পারলেন নতুন ক্রীড়াপ্রিয় মানুষেরা। সবমিলিয়ে জীতল ফুটবল।