সাংসদ দেব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী বিদ্যাসাগরের জন্মভূমিকে
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগী হল বিদ্যাসাগরের জন্মভূমিকে৷ সোমবার তিনি এবিষয়ে একটি বৈঠকও করেন৷ গতকাল দেব গিয়েছিলেন বিদ্যাসাগরের জন্মভূমি পরিদর্শনে ৷ সেখানে তিনি মালা দেন বিদ্যাসাগরের মূর্তিতে৷ তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব এরপরই একটি বৈঠকে যোগদান করেন।
বৈঠক শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘‘আমরা এই জায়গাটিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যাতে গোটা দেশের মানুষ যখনই পশ্চিমবঙ্গে বা কলকাতায় আসবেন তখন তাঁরা যেন এখানে আসেন৷ আজ আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি এবিষয়ে৷ আমরা সেগুলি জানাব সিদ্ধান্তগুলি আরেকটু পাকাপাকি হলে৷ অনেক কিছুর অনুমোদন আসা বাকি আছে নবান্ন থেকে৷ খুব শীঘ্রই কর্মী নিয়োগ শুরু হবে৷’’বিদ্যাসাগরের জন্মভূমিকে সাজিয়ে ও প্রাণবন্ত করে তুলতে দেব একরকম বদ্ধপরিকর৷ উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহে গ্রামে এসেছিলেন বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে৷ সেদিন তিনিও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বীরসিংহ গ্রামকে৷