সাইবার হামলার তথ্য ফাঁস ভারতে, ষড়যন্ত্রের আড়ালে চিন , বলছে রিপোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কিছুটা হলেও কেটেছে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা। বরফ গলার ইঙ্গিত মিলেছে এমনকি দুই দেশের কমান্ডার স্তরের সামরিক বৈঠকেও। তবে চিন কোনও ভাবেই রাজী নয় নিজের ভাবমূর্তি থেকে বেরোতে। এবার সীমান্ত সমস্যা কাটলেও বেজিং ভারতের ক্ষতি করতে চাইছে সাইবার হানা চালিয়ে।সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে একটি রিপোর্টে। প্রসঙ্গত , মহারাষ্ট্র বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে ২০২০ সালে । মূলত বিদ্যুৎ বিপর্যয় মারাত্মক আকার ধারণ করে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকাতেও। এই ঘটনা চিনের সাইবার হানার ফলেই ঘটেছে বলে একটি মার্কিন কোম্পানি জানিয়েছে।

তাদের সমীক্ষা এও বলছে চিন একাধিকবার সাইবার হামলা চালিয়েছে ভারতে। উদ্দেশ্য প্রয়োজনীয় তথ্য চুরি। মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার স্পেশাল ইনস্পেক্টর যশস্বী যাদব জানান, পূর্ব লাদাখে ভারত চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হওয়ার পর থেকেই বেড়েছে এই হামলার পরিমাণ। মহারাষ্ট্রের সাইবার সেল এই বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।আরও খবর মিলেছে চিনের চেংদু প্রদেশ থেকে মূল সাইবার হানা হচ্ছে বলেই। মহারাষ্ট্রের সাইবার সেল জানাচ্ছে, ভারতের বিভিন্ন সেক্টরে কমপক্ষে ৪০ হাজার ৩০০টি সাইবার হামলা করা হয়েছে। ফলে সাবধানবাণী জারি করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *