সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস প্রতিযোগিতার মহিলা বিভাগে স্বর্ণ পদক অর্জন করে শিলিগুড়িকে গর্বিত করলেন প্রতীতি পাল
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতীতি পাল, নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস প্রতিযোগিতার মহিলা বিভাগে স্বর্ণ পদক অর্জন করেছে । এদিন তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি গিয়ে উপস্থিত হলেন মেয়র গৌতম দেব সহ পুরসভার অন্যান্য এমআইসি এবং কাউন্সিলরেরা।এদিন মেয়র জানান শিলিগুড়িকে গর্বিত করেছে প্রতিতি, ওর সৌভাগ্য বেড়ে যাক এবং ওর জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। শিলিগুড়ি এমনিতেই টেবিল টেনিসের শহর। বহু পুরুষ এবং মহিলা টেবিল টেনিস খেলোয়ার শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে । আমি সবাইকে দেখেছি কিভাবে তারা প্রাণপণে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই করেছে। আজকে প্রতীতি কে দেখে সত্যিই ভালো লাগছে।
