সাগর দত্ত হাসপাতালে রোগী শুয়ে কুকুর-বিড়ালের মতো, সংক্রমণ ছড়াচ্ছে অত্যধিক ভিড়ে
বেস্ট কলকাতা নিউজ : এদিকে জানে বেড নেই। রোগীর পরিবার চলে আসছে তবুও। সাগর দত্ত চত্বরে কুকুর-বিড়ালের মতো শুয়ে রয়েছেন করোনা আক্রান্ত সেই মুমুর্ষুরা। সাগরদত্ত হাসপাতালের চিকিত্সকরা ইতিবাচক হিসেবেই দেখছেন গত কয়েকদিনের এই ঘটনাকে । হাসপাতালের চিকিত্সকদের কথায়, সমস্ত করোনা রোগীই ভাবছেন বেঁচে যাব এখানে এলে। এদিকে সাগরদত্ত হাসপাতালে সংক্রমণ ক্রমশ বাড়ছে রোগীর ভিড়ে।
হাসপাতালের ৯৩ জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে । মঙ্গলবার নতুন করে আবার করোনার উপসর্গ দেখা দিয়েছে অনেক চিকিত্সকের শরীরে। যাঁর মধ্যে রয়েছেন খোদ হাসপাতালের সুপার চিকিত্সক সুজয় মিস্ত্রী। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে এদিকে প্রতিনিয়ত কোভিড ভিড় বাড়ছে। জরুরি বিভাগে সার দিয়ে করোনা রোগী। দু’জন সুস্থ হয়ে এক গেট দিয়ে বেরচ্ছেন তো অন্য গেট দিয়ে হাসপাতালে ঢুকছে তিনটে অ্যাম্বুল্যান্স।