সানডে হাটে এবারে সবজী এসেছে সব জায়গা থেকেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবারের সানডে হাট একেবারেই অন্যধরনের। সবজী এসেছে নানান জায়গা থেকে। এসেছে শীতের সবজী। একেবারেই আলাদা করে সবজী এসেছে বলে জানালেন রাজ বসু। তিনি জানালেন সবজীর প্রতি সাধারন মানুষের একটা আলাদাকরে আকর্ষন আছে। গ্রাম বাংলাতে সবজীর কদর একেবারেই আলাদা। তাই সবজী একেবারে আলাদা চাহিদা বহন করে আছে বলে জানালেন রাজ বাসু। তিনি জানালেন আমি এই সানডে হাটে একটা আলাদা বৈশিষ্ট্য আনতে চাই যেটা একেবারেই আলাদা করে জন সাধারনের কাছে চলে আসবে। শুধুমাত্র সবজীই নয় চাল এবং ডাল ছাড়াও এবারে এসেছে বিভিন্ন প্রকারের মশলা। যেটার খোজ করেন অনেক মানুষ। এর মধ্যে ভারতের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছেন এখানে আমার সানডে হাট দেখতে। শুধুমাত্র তাই নয় চাপাতা এবং ফুল ছাড়াও এসেছে নতুন পোশাক যেটা একেবারেই অন্য মাত্রা এনে দেয় বলে জানালেন রাজ বাসু। তার কথায় আমি চাই মানুষের আনন্দ আসুক আমার এই সানডে হাটে এসে। যেটা শুধুমাত্র সময় নিয়ে করতে হয়। ভবিষ্যতে আমি এই সানডে হাটকে অনেক অনেক বড় জায়গাতে নিয়ে যেতে চাই বলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *