সামনেই আসছে পুজো , আরো আকর্ষণীয় করে তোলা হচ্ছে টয় ট্রেন কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সামনেই পুজো আসছে, শৈল শহরের ভরাট করবে পর্যটক। আর সেই চিন্তা ভাবনা করে টয় ট্রেনকে আরো আকর্ষণীয় করতে উদ্যোগ নিচ্ছে রেল। স্টেশনগুলিকে রং করে সাজিয়ে তোলা হচ্ছে, ট্রেনের ভিতরে কামড়াকে আরো আধুনিক করে তোলা হচ্ছে। প্রতিটি কামড়াতে থাকবে একজন করে ওয়েটার যারা আপনাকে চা এবং কফি সরবরাহ করবে। এছাড়াও আপনি পাবেন সমস্ত ধরনের স্ন্যাকস এবং আপনার পছন্দমত খাবার। আপনি জল চাইলে জল কিনেও খেতে পারবেন। এমনিতেই টয় ট্রেনের ভ্রমণ যথেষ্টই মনোরম , সকাল থেকে সন্ধ্যা আপনি যদি টয় ট্রেনে যাত্রা করেন আপনার শরীরে এবং মনে একটা আলাদাই অনুভূতি থাকবে। বিশেষ করে অসাধারণ কিছু ছবি আপনার সামনে ভেসে উঠবে টয় ট্রেনে যেতে যেতে।

স্টেশনগুলোকেও যথেষ্ট আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিচ্ছে রেল। স্টেশনে এসে আপনি বিশ্রাম নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এছাড়া প্রতিটি স্টেশনে ওয়াইফাই থাকবে। বিদেশি যাত্রীদের যাতে এখানে এসে কোন সমস্যা না হয় এই মর সুম গুলিতে তার জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশীরা যাতে এখানে এসে কোন সমস্যায় না পড়েন এবং তাদের ভাষা বুঝতে অসুবিধা না হয় তার জন্য থাকবে দোভাশি। তারা তাদের ভাষা যাতে বলতে এবং বুঝতে পারেন তার জন্য দক্ষ ইংরেজি ভাষা জানা ছেলে মেয়েদের নিযুক্ত করা হচ্ছে। বলা হচ্ছে পুজোর সময় শৈল শহরকে একেবারে ইউরোপিয়ান ধাঁচে সাজিয়ে তোলা হবে। গত দুই থেকে তিন মাস ধরে তারই প্রস্তুতি চলছে গোটা দার্জিলিং জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *